গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়
বড়লেখা, মৌলভীবাজার।
EIIN: 129539
কেন্দ্র কোড: ৫০৯
MPO Index: 1301171301
প্রতিষ্টাকাল: ৩০ অক্টোবর ১৯৯৮ খ্রীঃ
মোট ভূমির পরিমান : ১৩৩ শতক
ভৌগলিক অবস্থান: ২৪.৬৫ ডিগ্রী অক্ষাংশ এবং ৯২.১৭ ডিগ্রী দ্রাঘিমাংশ।
প্রতিষ্ঠা কালীন প্রেক্ষাপট: অত্র প্রতিষ্টানটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাংকুল মৌজায় অবস্থিত। এই বিদ্যালয়টি ১৯৯৮ সনে প্রতিষ্ঠার আগে মূল ভুখন্ডে বাজার ছিল। যা ১৯৭০ সালের পর পরিত্যক্ত হয়। পরবর্তীতে উক্ত ভূমি পতিতভূমি হিসাবে দীর্ঘদিন ফাঁকা ছিল। এরই মধ্যে ১৯৯৬ সালের দিকে উক্ত জায়গায় ভূমিখেঁকোদের নজর পড়ে। এক পর্যায়ে এই ভূমিদস্যুরা ভূমিটির শ্রেণি পরিবর্তন করে জেলা প্রশাসন (রাজস্ব) এর মাধ্যমে বন্দোবস্ত নেয়ার প্রায় চুড়ান্তভাবে নথিভুক্ত করে।
স্থানীয় লোকজন এটি বুঝতে পেরে এই এলাকার কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী জনাব এবাদুর রহমান চৌধুরীকে অবহিত করলে তিনি এলাকার সকল গন্যমান্য, শিক্ষানুরাগী এবং দানশীল ব্যক্তিদের নিয়ে ১৯৯৮ সনের ৩০ অক্টোবর গাংকুল মাদ্রাসায় একটি বৈঠক করে উক্ত জায়গায় এলাকাবাসীর চাহিদা মোতাবেক একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্টার উদ্যোগ নেন। তখন গাংকুল গ্রামের পাশাপাশি আরো চারটি গ্রাম নিয়ে পাঁচটি গ্রামের সমন্বয়ে "গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়" নামকরনে যাত্রা শুরু হয়।
বিদ্যালয়ের প্রারম্ভিক তথ্য:
পাঠদান শুরু: ০১/০১/১৯৯৯ খ্রীঃ
জুনিয়র অনুমতি: ০১/০১/১৯৯৯ খ্রীঃ
জুনিয়র স্বীকৃতি: ২০০২ খ্রীঃ
হাইস্কুল অনুমতি: ২০/০৪/২০০২ খ্রীঃ
হাইস্কুল স্বীকৃতি: ২০০৪ খ্রীঃ
জুনিয়র এমপিও: ০৯/০৫/২০০২ খ্রীঃ
হাইস্কুল এমপিও: ১৯/১২/২০১৭ খ্রীঃ
এসএসসি পরীক্ষায় প্রথম অংশগ্রহণ: ২০০৪ খ্রীঃ
প্রতিষ্টাতাদের নাম:
১। জনাব এবাদুর রহমান চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি, গাংকুল
২। জনাব অতুল কৃষ্ণ পাল, ভূমিদাতা, গাংকুল
৩। জনাব কৃপাময় পাল, ভূমিদাতা, গাংকুল
৪। জনাব গৌছ আহমেদ চৌধুরী, ভূমিদাতা, গাংকুল
৫। জনাব মাসুদ আহমেদ চৌধুরী, গাংকুল
৬। জনাব মফিজ আহমেদ চৌধুরী, গাংকুল
৭। জনাব নাজ আহমেদ চৌধুরী, গাংকুল
৮। জনাব তাজ আহমেদ চৌধুরী, গাংকুল
৯। জনাব আজাদ চৌধুরী, গাংকুল
১০। জনাব মামুন আহমদ চৌধুরী, গাংকুল
১১। জনাব আমজাদ আহমদ চৌধুরী, গাংকুল
১২। জনাব বদরুল ইসলাম, গাংকুল
১৩। জনাব মোঃ শাহাব উদ্দিন, গাংকুল
১৪। জনাব মোঃ সেলিম উদ্দিন, গাংকুল
১৫। জনাবা জুবেরা বেগম, গাংকুল
১৬। জনাব মোঃ আব্দুস শহিদ, হরিপুর
১৭। জনাব মোঃ আব্দুল গণি, হরিপুর
১৮। জনাব নাজিম উদ্দিন নাজই, হরিপুর
১৯। জনাব মইন উদ্দিন, হরিপুর
২০। জনাব মহি উদ্দিন বাবুল, চিন্তাপুর
২১। জনাব আব্দুল মুহিত আমির, সোনাপুর
২২। জনাব হাজী সামসুল হক, হাসিমপুর
২৩। জনাব আব্দুল করিম চৌধুরী, পূর্ব দক্ষিণভাগ
২৪। জনাব তাওহিদ চৌধুরী, পানিদার
২৫। জনাব জালাল উদ্দিন আহমদ, কলাজুরা
২৬। জনাবা ফয়জুন নেছা, সালদিগা
২৭। জনাব হাজী আব্দুর রহমান, সুজানগর (লেঞ্জীবাড়ী)
২৮। জনাব আব্দুস ছত্তার, হাসিমপুর
জনাব এবাদুর রহমান চৌধুরী - প্রতিষ্ঠাতা সভাপতি
দাতাগণের নাম:
১। জনাব কামরুল রহিম চৌধুরী, গাংকুল
২। জনাবা ছওদা এবাদ চৌধুরী, গাংকুল
৩। জনাবা বুশরা আদিব চৌধুরী, গাংকুল
৪। জনাব নুর হোসেন মানিক, গাংকুল
৫। জনাব মঞ্জুর কাদির চৌধুরী, গাংকুল
৬। জনাব আজম নুর চৌধুরী, গাংকুল
৭। জনাব আব্বাস উদ্দিন, গাংকুল
৮। জনাব আমিনুল ইসলাম, গাংকুল
৯। জনাবা নুসরাত আদিব চৌধুরী, গাংকুল
১০। জনাবা জহরত আদিব চৌধুরী, গাংকুল
১১। জনাবা জান্নাত আদিব চৌধুরী, গাংকুল
১২। জনাব হাজী আবু বকর, চিন্তাপুর
১৩। জনাব আব্দুল কুদ্দুস, সালদিগা
১৪। জনাব মামুনুর রশিদ, গাংকুল
১৫। জনাব আছাদ উদ্দিন, গোয়ালবাড়ী
১৬। জনাব হাজী মোক্তার হোসেন, সুজানগর দক্ষিণ।
গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়
বড়লেখা, মৌলভীবাজার
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ +880 1718-240101
ই-মেইল: gpahighschool98@gmail.com
ওয়েব: www.gpahs.edu.bd